রাঙামাটি । শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ , ২ কার্তিক ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ

প্রকাশিত: ১৪:৩১, ১৮ জুন ২০২৪

রাঙামাটিতে কারাবন্দিদের জন্য ঈদ আয়োজন

রাঙামাটিতে কারাবন্দিদের জন্য ঈদ আয়োজন

সারাদেশের মত পাহাড়ি জেলা রাঙামাটিতেও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের জামাত শেষে পশু কোরবানী ও একে অপরের বাসায় রুটি-মাংস নিয়ে ঈদের খুশি উদযাপন করছে রাঙামাটিবাসী। কিন্তু পার্বত্য জেলার কারাবন্দি মানুষগুলো কিভাবে ঈদ-উল-আযহা উদযাপন করছে তাই জানতে চেয়েছি আমরা। পার্বত্য জেলা রাঙামাটির কারাগারে বন্দি মানুষগুলোর জন্য কারা কর্তৃপক্ষ বিশেষ খাবারের ব্যবস্থা ও বিনোদনের আয়োজন করে। পূর্ব অনুমতি না থাকায় ভিতরে প্রবেশের সুযোগ না পেলেও কথা হয়েছে কারাবন্দিদের স্বজনদের সাথে। ঈদ উপলক্ষে কর্তৃপক্ষের বিশেষ আয়োজনে খুশি তাদের স্বজনরা।

রাঙামাটি জেলার কাজী মাজহারুল ইসলাম বলেন, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখে ঈদ উপলক্ষে কারাবন্দিদের নিজেদের মত সময় কাটানোর সুযোগ দেয়া হয়।

জেল সুপার মোঃ দিদারুল আলম বলেন, কারাবন্দিদের জন্য ঈদের দিন সকালে, দুপুরে ও রাতে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয় এবং নিজস্ব বাদ্যযন্ত্রের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়ে থাকে বলে জানান জেল সুপার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কারাবন্দিরাও যাতে ঈদের আনন্দ উপভোগ করতে পারে সেই ব্যবস্থা করেছেন কারা কর্তৃপক্ষ।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়