কর্মক্ষেত্রে জেন্ডার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট বিষয়ে রাঙামাটিতে কর্মশালা
কর্মক্ষেত্রে জেন্ডার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটিতে আজ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন ও আইএলও এর প্রোগ্রেস প্রজেক্টের সহযোগিতায় বুধবার সকাল ১০টায় রাঙামাটি চেম্বার অব কমার্সের কনফারেন্স হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব কর্মশালা পরিচালনা করেন।
এ সময় রাঙামাটি চেম্বার অব কমার্সের পরিচালক জহির উদ্দিন, রাঙামাটি উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি মনোয়ারা আক্তার, নারী নেত্রী শাহেদা আক্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
কর্শশালায় জেন্ডার সমতা, চাহিদা ও ভূমিকা, জেন্ডার ভিত্তিক সহিংসতার ক্ষেত্রে নিয়োগকর্তা এবং কর্চারীদের মধ্যে সচেতনতা তৈরী করা, নারীদের দক্ষ কাজের সুযোগ প্রদানে জেন্ডার সুবিধা সম্পর্কে নিয়োগকারীদের সংবেদনশীলতা, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়াও বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর উপর ভিত্তি করে জেন্ডার বিষয়ক নিয়োগকর্তাদের ভুমিকা নিয়ে ব্যাখ্যা ও চিহ্নিত করা হয়।
কর্মশালায় পর্যটন, আইসিটি, কেয়ার এবং কৃষিভিত্তিক সেক্টরের নিয়োগকর্তা, কর্মচারীসহ ২৫ জন প্রতিনিধি অংশ নেন।