রাঙামাটি । বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ২ আশ্বিন ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:০৮, ১১ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৫:১০, ১১ সেপ্টেম্বর ২০২৪

কর্মক্ষেত্রে জেন্ডার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট বিষয়ে রাঙামাটিতে কর্মশালা

কর্মক্ষেত্রে জেন্ডার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট বিষয়ে রাঙামাটিতে কর্মশালা

কর্মক্ষেত্রে জেন্ডার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটিতে আজ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন ও আইএলও এর প্রোগ্রেস প্রজেক্টের সহযোগিতায় বুধবার সকাল ১০টায় রাঙামাটি চেম্বার অব কমার্সের কনফারেন্স হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব কর্মশালা পরিচালনা করেন।

এ সময় রাঙামাটি চেম্বার অব কমার্সের পরিচালক জহির উদ্দিন, রাঙামাটি উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি মনোয়ারা আক্তার, নারী নেত্রী শাহেদা আক্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কর্শশালায় জেন্ডার সমতা, চাহিদা ও ভূমিকা, জেন্ডার ভিত্তিক সহিংসতার ক্ষেত্রে নিয়োগকর্তা এবং কর্চারীদের মধ্যে সচেতনতা তৈরী করা, নারীদের দক্ষ কাজের সুযোগ প্রদানে জেন্ডার সুবিধা সম্পর্কে নিয়োগকারীদের সংবেদনশীলতা, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়াও বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর উপর ভিত্তি করে জেন্ডার বিষয়ক নিয়োগকর্তাদের ভুমিকা নিয়ে ব্যাখ্যা ও চিহ্নিত করা হয়।

কর্মশালায় পর্যটন, আইসিটি, কেয়ার এবং কৃষিভিত্তিক সেক্টরের নিয়োগকর্তা, কর্মচারীসহ ২৫ জন প্রতিনিধি অংশ নেন।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ