রাঙামাটি । মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:২২, ৭ সেপ্টেম্বর ২০২৪

৫২ দিন পর চালু হচ্ছে জামালপুর এক্সপ্রেস

৫২ দিন পর চালু হচ্ছে জামালপুর এক্সপ্রেস

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে দুষ্কৃতকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত হয় ঢাকা-জামালপুর-ভূয়াপুর-ঢাকা রুটে চলাচল করা আন্তঃনগর ট্রেন জামালপুর এক্সপ্রেস। মেরামত শেষে ৫২ দিন পর আগামী সোমবার থেকে ট্রেনটি আবারো চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বাংলাদেশ রেলওয়ের অ্যাসিস্ট্যান্ট চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্ব) মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী স্বাক্ষরিত এক জরুরি তারবার্তায় এ তথ্য জানা যায়।

তারবার্তায় বলা হয়, জামালপুর এক্সপ্রেস (৭৯৯/৮০০) আগামী ৯ সেপ্টেম্বর থেকে ডাব্লিউটিটি/৫৩ অনুযায়ী চলাচল করবে। এ বিষয়ে সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

এরই মধ্যে রেলওয়ের ওয়েবসাইট ও অ্যাপে জামালপুর এক্সপ্রেস ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে।