রাঙামাটি । শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:১৯, ১৯ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশকে সহায়তা করবে বিশ্বব্যাংক: অর্থ উপদেষ্টা

বাংলাদেশকে সহায়তা করবে বিশ্বব্যাংক: অর্থ উপদেষ্টা

বাংলাদেশের ব্যাংক ও আর্থিক খাতের সংস্কার করতে বিশ্বব্যাংক সহায়তা করবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজারের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে চলমান বিশ্বব্যাংকের বিভিন্ন প্রকল্প নিয়ে সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ও তার টিমের সঙ্গে আমরা আলোচনা করেছি। আর্থিক খাতের সংস্কারের পাশাপাশি বাজেট সহায়তা, জ্বালানি খাতে সহযোগিতা, সার আমদানি, খাদ্য নিরাপত্তা বাড়ানো, বন্যা-পরবর্তী সহযোগিতা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।

রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, আমরা যেসব প্রস্তাবনা দিয়েছি, তারা ওইসব বিষয়ে খুবই ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। তারা আমাদের সংস্কার উদ্যোগে সহায়তা করবে বলেও আশ্বাস দিয়েছে।