রাঙামাটি । শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ , ২ কার্তিক ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৬:৪২, ৩ জুলাই ২০২৪

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, ২ জন নিহত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, ২ জন নিহত

কক্সবাজারের উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। বুধবার ভোরে উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন মোহাম্মদ সিফাত ও ৮ ইস্ট এর বালুখালী জুমেরছড়ার আনোয়ার ইসলাম।

উখিয়া থানার ওসি শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, উখিয়া ১১ এবং ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক স্থানীয় শিশু ও একজন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। তাদের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরো কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

উখিয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস তাদের লাশ উদ্ধার করা হয়েছে। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. রফিক বলেন, ক্যাম্পে পাহাড়ের পাদদেশে অধিকাংশ রোহিঙ্গাদের বসতি। ফলে ভারী বৃষ্টিতে প্রাণহানির ঘটা ঘটছে। নিরুপায় হয়ে রোহিঙ্গারা ঝুঁকি নিয়ে বসবাস করছে। এভাবে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে তাদের নিরাপদ স্থানে সরিয়ে না নিলে ক্যাম্পে আরো প্রাণহানির আশঙ্কা রয়েছে।

এর আগে গত ১৯ জুন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ১০ জন নিহত হয়েছিলেন।

জনপ্রিয়