রাঙামাটি । মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:২৮, ২ সেপ্টেম্বর ২০২৪

কেএনএফের আরো ৩০ সদস্যকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর

কেএনএফের আরো ৩০ সদস্যকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর

চতুর্থ দফায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরো ৩০ জন সদস্যকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের বান্দরবান জেলা কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে আনা হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার সুমাইয়া খাতুন বলেন, বান্দরবান থেকে স্থানান্তর করা ৩০ আসামিকে কারা সেলে রাখা হয়েছে।

গত বছরের ১৮ মে প্রথম দফায় ১৮ জন এবং চলতি বছরের ১১ জুন দ্বিতীয় দফায় ১৬ নারীসহ ৩১ জন ও ২৯ জুন তৃতীয় দফায় ৩০ জন কেএনএফ সদস্যকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়। সবমিলিয়ে এখন চট্টগ্রাম কারাগারে বন্দি কেএনএফ সদস্যের সংখ্যা ১০৯ জন।

প্রসঙ্গত, ২ এপ্রিল রাতে বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে এবং পরদিন ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। ঘটনায় জড়িত আসামিদের ধরতে বান্দরবানে অভিযান শুরু করে যৌথবাহিনী। অভিযানে এখন পর্যন্ত ১১০ জন কেএনএফ সদস্য ও সহযোগী গ্রেফতার হয়ে কারাবন্দি রয়েছেন। এসব ঘটনায় বান্দরবানের বিভিন্ন থানায় মোট ২২টি মামলা হয়েছে।