রাঙামাটি । মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৫৫, ৫ সেপ্টেম্বর ২০২৪

বেনাপোল স্থলবন্দরে একদিনে রাজস্ব আয় ১৫ কোটি ৯০ লাখ টাকা

বেনাপোল স্থলবন্দরে একদিনে রাজস্ব আয় ১৫ কোটি ৯০ লাখ টাকা

যশোরের বেনাপোল স্থলবন্দরে বুধবার (৪ সেপ্টেম্বর) রাজস্ব আয় হয়েছে ১৫ কোটি ৯০ লাখ ৯৭ হাজার টাকা। ঐদিন বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি ও ইমিগ্রেশন আইসিপি দিয়ে যাত্রী গমনাগমন স্বাভাবিক কার্যক্রম পরিলক্ষিত হয়।

বন্দর সূত্রে জানা গেছে, ঐ দিন বেনাপোল স্থলবন্দর দিয়ে ২ হাজার ৩১ জন যাত্রী বাংলাদেশে প্রবেশ করেন। এদের মধ্যে বাংলাদেশি ১ হাজার ৭১৯ জন এবং বিদেশি ৩১২ জন। একই ভাবে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রস্তান করেন ২ হাজার ৭০৮ জন।  এদের মধ্যে বাংলাদেশি ২ হাজার ৩৮৩ জন এবং বিদেশি নাগরিক ছিলেন ৩২৫ জন।

বুধবার ৩২০ ট্রাক (৬৬৮৩ মেট্রিক টন) মালামাল আমদানি করা হয়। এছাড়া সড়কপথে ৫টি ও রেলপথে ১০০টি মোট ১০৫ টি চেসিস আমদানি করা হয়। ভারতীয় ১টি মালবাহী ট্রেনের ২৫টি বগিতে ১০০ টি চেসিস আমদানি করা হয়েছে। কোনো পেঁয়াজ আমদানি করা হয়নি।

আমদানি করা হয় চিক পিস বার্ন ৪ ট্রাক ( ৬০ মেট্রিক টন), কাঁচা মরিচ ৪ ট্রাক ( ৬৪ মেট্রিক টন), স্পঞ্জ আয়রন ২০ ট্রাক ( ১০০০ মেট্রিক টন), টমেটো ৮ ট্রাক ( ২৪৪ মে. টন), সিলিকন মেঙ্গানিজ ২ ট্রাক ( ১০৬ মে. টন), ফিশ মিল ২৪ ট্রাক ( ৩৬০ মে. টন), আপেল ৩ ট্রাক ( ৮৩ মে. টন), আনার ৪ ট্রাক ( ১০৮ মে. টন), পার্টস অ্যান্ড এক্সেসরিস ২ ট্রাক ( ২০ মে. টন), কার্বন ডাই অক্সাইড ৩ ট্রাক ( ৫১ মে. টন), থ্রি হুইলার পার্টস ২ ট্রাক ( ৩২ মে. টন), গ্রানাইড ব্লক ১ ট্রাক ( ১৮ মে. টন), কটন ইয়ার্ন ২৫ ট্রাক ( ২২৫ মে. টন), র’ মেটেরিয়েল ২ ট্রাক ( ৯ মে. টন), ফেব্রিক্স ৩০ ট্রাক ( ৩৭৫ মে. টন), গুড নাইট ৩ ট্রাক ( ৯ মে. টন), র’ কটন ৩২ ট্রাক ( ৫৯২ মে. টন), কপার ওয়্যার ১ ট্রাক ( ১৪ মে. টন), মাছ ৪ ট্রাক ( ৬৮ মে. টন), রং ২ ট্রাক ( ৩০ মে. টন), স্পেয়ার পার্টস ২ ট্রাক ( ২৪ মে. টন), ক্লিনিং প্রিপারেশন ১ ট্রাক ( ২ মে. টন), লেড ইনগট ৪ ট্রাক ( ১৩২ মে. টন), ওয়্যার রড ১২ ট্রাক ( ২৯৮ মে. টন), টায়ার ও টিউব সেট ২ ট্রাক ( ২৪ মে. টন), ইলেট্রোপ্লেটিং সল্ট ১ ট্রাক ( ২৪ মে. টন), রেজিন ১ ট্রাক ( ২৭ মে. টন), মার্বেল ব্লক ২ ট্রাক ( ৮০ মে. টন), লুব ওয়েল ৩ ট্রাক ( ৩৩ মে. টন), প্রিন্টিং কালি ৮ ট্রাক ( ৪০ মে. টন), কেমিক্যাল ২ ট্রাক ( ৫২ মে. টন), এনিমেল ফিড ৬ ট্রাক ( ১৪৭ মে. টন), এলুমিনিয়াম ফুয়েল ৩ ট্রাক ( ৩৮ মে. টন), ডুপ্লেক্স বোর্ড ১৩ ট্রাক ( ২৩১ মে. টন), কীটনাশক ২ ট্রাক ( ১৮ মে. টন), ল্যাম পেপার ১ ট্রাক ( ৩ মে. টন), স্টিল ওয়্যার ৬ ট্রাক ( ২২২ মে. টন), হেয়ার স্যাম্পু ২ ট্রাক ( ২৮ মে. টন), হ্যাঙ্গ ট্যাগ ১ ট্রাক ( ১৮ মে. টন), স্টাপল ফাইবার ২ ট্রাক ( ৬ মে. টন), মিডিয়াম পেপার ৪ ট্রাক ( ১১২ মে. টন), রোলিং মিল ২ ট্রাক ( ৯ মে. টন), ফিনিশিং এজেন্ট ১ ট্রাক ( ২০ মে. টন), অপটিক্যাল ব্রাইটনার ১ ট্রাক ( ১৩ মে. টন), রোটারি ট্রেলার ১ ট্রাক ( ২৮ মে. টন), টু হুইলার পার্টস ২ ট্রাক ( ১০ মে. টন), সবজী বীজ ২ ট্রাক ( ২০ মে. টন), ক্লোরিনেটেড প্যারাফিন ৩ ট্রাক ( ৯০ মে. টন), মেশিনারি ২ ট্রাক ( ১৬ মে. টন), প্রাইমারি ফোম ১ ট্রাক ( ১৮ মে. টন), ইয়েলো পিস ৯ ট্রাক ( ৩০৬ মে. টন), হিরো মোটর পার্টস ৮ ট্রাক ( ৫৬ মে. টন), পেপার বক্স ২ ট্রাক ( ৮ মে. টন), ব্লিচিং পাউডার ২ ট্রাক ( ৫৪ মে. টন), এমোনিয়াম সালফেট ৩ ট্রাক ( ১২০ মে. টন), মানজা ১ ট্রাক ( ১০ মে. টন), লিমবাস ১ ট্রাক ( ১২ মে. টন), মসুর ডাল ১৬ ট্রাক ( ৫৯২ মে. টন), মোল্ড পাউডার ১ ট্রাক ( ২৩ মে. টন), ভিনার সিট ১ ট্রাক ( ২১ মে. টন), পারফিউম ১ ট্রাক ( ২ মে. টন), কোয়ার্টজ পাউডার ৩ ট্রাক ( ১৪৪ মে. টন), লিকুইড আরগন ১ ট্রাক ( ২৯ মে. টন) ও সি আর কয়েল ২ ট্রাক ( ৫৬ মে. টন)।

বুধবার বেনাপোল স্থলবন্দর দিয়ে ২০৯ ট্রাক (২০৮৯ মেট্রিক টন) মালামাল রফতানি করা হয়। 

এদের মধ্যে ছিল ঝুট ১৯ ট্রাক ( ১৯০ মে. টন), গার্মেন্টস ১১২ ট্রাক ( ১১২০ মে. টন), পাট ৩৫ ট্রাক ( ৩৫০ মে. টন), মাছ ৪ ট্রাক ( ৩২ মে. টন), ট্রাভেল ব্যাগ ১০ ট্রাক ( ১০০ মে. টন), এসিড ১৩ ট্রাক ( ১৩০ মে. টন), লোহা ৫ ট্রাক ( ৬০ মে. টন), জুতা ৫ ট্রাক ( ৫০ মে. টন), সুপারি ৩ ট্রাক ( ২৭ মে. টন), চামড়া ২ ট্রাক ( ২০ মে. টন) ও আঠা ১ ট্রাক ( ১০ মে. টন)

আমদানি পণ্যের মূল্য ছিল ১১১ কোটি ৯৭ লাখ টাকা এবং রপ্তানি পণ্যের মূল্য ৬১ কোটি ৯৮ লাখ ৬১ হাজার টাকা। রাজস্ব আয় ১৫ কোটি ৯০ লাখ ৯৭ হাজার টাকা।