রাঙামাটি । শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ , ২ কার্তিক ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ১৮:১৩, ২৩ সেপ্টেম্বর ২০২৪

পাহাড়ে অস্থিরতা সৃষ্টি হাসিনার, সমর্থন ভারতের: ফারুক

পাহাড়ে অস্থিরতা সৃষ্টি হাসিনার, সমর্থন ভারতের: ফারুক
ফাইল ইমেজ।

খাগড়াছড়ি-রাঙামাটিতে সৃষ্ট অস্থিরতার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ি বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক। এমন ঘটনায় শেখ হাসিনা বাংলাদেশের মানুষের সঙ্গে বেইমানি করেছেন মন্তব্য করে তিনি আরও বলেন, এই অস্থিরতা সৃষ্টিতে সমর্থন দিয়েছে ভারত।

সোমবার সকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ঝুলিয়ে রাখা কথা বলেছেন। তার এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ফারুক বলেন, অমিত যা বলেছেন, তাতে আন্তর্জাতিক আদালতে বিচার হওয়া উচিত।

ফারুক বলেন, বাংলাদেশের মানুষ ভারতের মতো নির্বাচন চেয়েছে। কিন্তু ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে ২০০৮ সাল থেকে এদেশের কোনো নির্বাচন সুষ্ঠু হতে সহায়তা করেনি।

আওয়ামী লীগের কাছে অনেক টাকা, অস্ত্র আছে মন্তব্য করে তিনি বলেন, তারা আবারও সংঘটিত হওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে  অন্তর্বর্তী সরকারকে সতর্কভাবে জঞ্জাল পরিষ্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে দেশের মানুষকে আশ্বস্ত করারও তাগিদ দেন এই বিএনপি নেতা।

জনপ্রিয়