বন্যার্তদের জন্য ৫০ ট্রাক ত্রাণ পাঠাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
বন্যাদুর্গত এলাকায় সহায়তা করতে মোট ৫০ ট্রাক ত্রাণ পাঠিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বন্যার্তদের সহযোগিতার জন্য শনিবার (২৪ আগস্ট) রাত পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে মানুষের ঢল দেখা যায়। যদিও এখনও ত্রাণ পাঠানো কার্যক্রমের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ দিকে প্রত্যন্ত এলাকায় এয়ার লিফটিংয়ের মাধ্যমে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।
সমন্বয়ক রেজওয়ান আহমেদ রিফাত বলেন, ‘ইতোমধ্যে বন্যার্ত এলাকায় ৫০টিরও অধিক ট্রাক ত্রাণসামগ্রী গিয়েছে। যেখানে এক হাজার থেকে ১২০০ খাবার, পানি এবং অন্যান্য সামগ্রী আমরা সরবরাহ করেছি। আজ রাতে বেশ কয়েকটি ট্রাক বন্যাদুর্গত এলাকার উদ্দেশ্যে ছাড়বে। এ ছাড়া প্রত্যন্ত এলাকায় আমরা এয়ার লিফটিংয়ের মাধ্যমে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করছি।’
এর আগে আজ শনিবার তৃতীয় দিনে শুধু বুথ থেকেই সর্বমোট এক কোটি ৮৬ লাখ ৪৮ হাজার টাকা সংগ্রহ করা হয়েছে।
গত শুক্রবার (২৩ আগস্ট) নগদ অর্থ সংগ্রহ এবং ব্যাংকিং মাধ্যম থেকে মোট অর্থ সংগ্রহ করা হয়েছে এক কোটি ৪২ লাখ ৫০ হাজার ১৯৬ টাকা।
এর আগে গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন মাধ্যমে ১৪ লাখ ৬০ হাজার ১৭৩ টাকা সংগ্রহ করা হয়।