রাবিপ্রবিতে দুইদিন ব্যাপী বিজু, বিহু, বিষু, বৈসু, সাংগ্রাই মেলা
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিসত্তার শিক্ষার্থীদের আয়োজনে দুইদিন ব্যাপী বিজু, বিহু, বিষু, বৈসু, সাংগ্রাই মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার শুরু হওয়া উৎসবে বিভিন্ন জাতিসত্তার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা, পিঠা উৎসবসহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি উপলক্ষে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়। এরপর র্যালী শেষ হয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসের ড. সেলিনা আখতার ফিতা কেটে বিজু, বিহু, বিষু, বৈসু,সাংগ্রাই মেলা উদযাপন উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
প্রথম দিনে শিক্ষার্থীদের অংশগ্রহণে মারমাদের জলকেলি সহ ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। বুধবার ঐতিহ্যবাহী পিঠা উৎসব, ফিল্ম ফেস্টিভ্যাল এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।