আজ ফিজিক্যাল থেরাপি দিবস
আজ ৮ সেপ্টেম্বর, বিশ্ব ফিজিক্যাল থেরাপি দিবস। এই দিবসটি পালন করার প্রধান উদ্দেশ্য হল সারা বিশ্বে ফিজিওথেরাপি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
ওয়ার্ল্ড কনফেডারেশন অফ ফিজিক্যাল থেরাপি (ডব্লিউসিপিটি) বিশ্বের একমাত্র সংস্থা, যা বিশ্বের সমস্ত ফিজিওথেরাপিস্টদের প্রতিনিধিত্ব করে। ১৯৫১ সালের ৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস হিসেবে প্রতিষ্ঠিত করে এই সংস্থাটি। তবে এই দিনটি পালন করার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় ২০২২ সালে।
বিশ্ব শারীরিক থেরাপি দিবসের রয়েছে বিশেষ গুরুত্ব। বিভিন্ন শারীরিক সমস্যা ঠিক করার জন্য ব্যবহার করা হয় ফিজিওথেরাপি। অস্টিওআর্থারাইটিস, হাঁটুর ব্যথা, আল্জ্হেইমের রোগ, পিঠে ব্যথা, পারকিনসন্স রোগ, পেশির স্ট্রেন, বারসাইটিস, গুইলেন-বারে সিন্ড্রোম, হাঁপানি, ফাইব্রোমায়ালজিয়া, ক্ষত, পেশি শক্ত হওয়া, ভারসাম্যজনিত ব্যাধি এবং আরো অনেক ক্ষেত্রে কার্যকর এই থেরাপি।
ফিজিওথেরাপি ব্যথা থেকে মুক্তি দেওয়ার পাশাপাশি মানসিক চাপ উপশমেও কার্যকর। এছাড়া যেকোনো ধরনের আঘাত এবং শারীরিক অক্ষমতার উন্নতিতে সাহায্য করে ফিজিওথেরাপিস্টরা।