রাঙামাটি । শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ , ১৪ অগ্রাহায়ণ ১৪৩১

লাইফস্টাইল ডেস্কঃ-

প্রকাশিত: ১২:১৪, ৬ জুন ২০২৪

ডিম-খিচুড়ি খেতে পারেন আজ, রইলো রেসিপি

ডিম-খিচুড়ি খেতে পারেন আজ, রইলো রেসিপি

ভোজনরসিক বাঙালির কাছে ভীষণ প্রিয় একটি খাবার হলো ডিম-খিচুড়ি। পদটি যেমনি সুস্বাদু তেমনি পুষ্টিকরও।

আর তাই আজ ঠান্ডা আবহাওয়ায় ঘরেই তৈরি করে খেতে পারেন ডিম-খিচুড়ি।

চলুন তাহলে জেনে নেয়া যাক ডিম-খিচুড়ি রান্নার রেসিপিটি

উপকরণ

ডিম, চাল, মুগ ডাল, টমেটো, আলু, কুমড়ো, ফুলকপি, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো ফোড়নের জন্য শুকনো লঙ্কা, গোটা জিরে, হলুদ গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো, পরিমানমতো নুন, লঙ্কা গুঁড়ো, ঘি, গরম মশলা গুঁড়ো, সরষের তেল, পেঁয়াজ কুচি। (এ আইটেমগুলো আপনার পরিমাণ মত নিন)

প্রণালী

(১) কড়াইতে তেল দিয়ে সবজিগুলো লবন ও হলুদ মাখিয়ে ভেজে তুলে নিন। ওই কড়াইতে শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিন। কুচানো টমেটো দিয়ে আদা জিরে বাটাটা দিয়ে দিন। তারপর একে একে সব মশলাগুলো দিয়ে নাড়তে থাকুন। তারপর চাল-ডাল একসঙ্গে করে পানি দিয়ে দিন।

(২) আরেকটি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে ডিমের সাদা অংশটা দিয়ে দিন। তারপর ওই খিচুড়ির মধ্যে ডিমের ভুজিয়াটা দিয়ে নাড়তে থাকুন।

(৩) তারপর ওই ডিমের হলুদ কুসুমটাও খিচুড়ির ওপর দিয়ে ঢাকা দিয়ে রাখুন। ৫ মিনিট পর নেড়ে নিয়ে গরম মশলা ও ঘি দিয়ে ভালো করে নেড়ে নিন। তারপর আলু ভাজা অথবা বেগুন ভাজা দিয়ে ডিম খিচুড়ি পরিবেশন করুন।

জনপ্রিয়