রাজস্থলীতে পারিবারিক কলহের জেরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
পারিবারিক কলহকে কেন্দ্র করে রাজস্থলী উপজেলায় বিষপানে রোকেয়া বেগম পিংকি (৩২) নামের ৪ সন্তানের জননীর আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। গত শুক্রবার সকাল প্রায় সাড়ে ৯টার সময় উপজেলার আমছড়া পাড়া এলাকার টিএন্ডটি কলোনিতে এ ঘটনা ঘটে। রোকেয়া বেগম আমছড়া পাড়া টিএন্ডটি কলোনির জমির উদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে ওইদিন সকালে পরিবারের সদস্যদের সাথে রোকেয়া বেগমের ঝগড়া হয়। কিছুক্ষণ পর এ ঘটনার জের ধরে রোকেয়া বেগম বিষপান করেন। পরে মুমূর্ষু অবস্থায় স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়ার পর মারা যান ৪ সন্তানের জননী রোকেয়া বেগম পিংকি।
প্রসঙ্গত, ইতিপূর্বে পিংকির আরেক বিয়ে হয়েছিল। ওই সংসারে তিন সন্তান ছিল। পারিবারিক কারণে আগের স্বামীর সাথে সংসার বিচ্ছিন্ন করে সরোয়ার নামের একজনকে সে বিয়ে করে। সেই ঘরে গত কয়েক দিন আগে একটি কন্যা সন্তানের জন্ম হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পিংকির মরদেহ রাজস্থলীতে আনা হয়নি।
এ বিষয়ে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ওসি জাকির হোসেন জানান, উপজেলার আমছড়া পাড়ায় এক মহিলা বিষপানে আত্মহত্যা করেছে বলে শুনেছি। পরিবারের পক্ষ হতে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।