রাঙামাটি । শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ , ১৪ অগ্রাহায়ণ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:৪২, ২২ মে ২০২৩

আপডেট: ১৬:৪৩, ২২ মে ২০২৩

বরকলে ২ কোটি টাকা ব্যয়ে ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করছে জেলা পরিষদ

বরকলে ২ কোটি টাকা ব্যয়ে ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করছে জেলা পরিষদ

বরকল উপজেলা সদরে বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করতে রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উদ্যোগে বরকল উপজেলায় ট্রিটমেন্ট প্লান্ট এর মাধ্যমে ৪৭ হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন প্রকল্প কাজ এগিয়ে চলছে। গতকাল কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা।

এ সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরর কর্মকর্তা বরকল উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ২ কোটি ১০ টাকা টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে দীর্ঘ বছর পর বরকল উপজেলার পানির কষ্ট দূর হবে এবং এলাকাবাসী সুপেয় পানি ব্যবস্থা নিশ্চিত হবে।

রাঙামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা বলেন, পার্বত্য অঞ্চলের দুর্গম বরকল উপজেলার উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় পাহাড়ের রাজনৈতিক যোদ্ধা আওয়ামী লীগের অহংকার দীপংকর তালুকদারের দিক নির্দেশনায় রাঙামাটি জেলা পরিষদ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। দীর্ঘ বছর এই বরকল উপজেলায় কোন প্রকার সুপেয় পানির ব্যবস্থা করতে পারেনি। উপজেলায় অনেক রিংওয়েল, ডিপটিউবওয়েল বসানো হলোও শুস্ক মৌসুমে পানি পাওয়া খুবই কষ্ট সাধ্য হয়ে পড়ে। তাই জেলা পরিষদ জনস্বাস্থ্য প্রকৌশলীর মাধ্যমে প্রায় সোয়া ২ কোটি টাকা ব্যয়ে ট্রিটমেন্ট প্লান্ট প্রকল্পটি বাস্তবায়ন করছে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে খাবার পানির কষ্ট লাঘব হবে বরকল সদরের মানুষের।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়