রাঙামাটি । শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ , ১৪ অগ্রাহায়ণ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৩:৩২, ২৯ মে ২০২৩

আপডেট: ১২:৩৪, ১ আগস্ট ২০২৩

বরকলে বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু

বরকলে বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু

রাঙামাটির বরকল উপজেলার কুরকুটিছড়ি এলাকায় বন্য হাতির আক্রমণে মোঃ আবদুল মালেক (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

জানা যায়, সোমবার (২৯ মে) ভোরে আবদুল মালেক নামাজ পড়তে যাওয়ার সময় বন্য হাতির আক্রমণের শিকার হয়। হাতি চলে যাওয়ার পর স্থানীয়রা আব্দুল মালেককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। সে কুরকুটিছড়ির মৃত এরামত আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, আব্দুল মালেক সকালে ফজরের নামাজ পড়তে অজু করে মসজিদে যাওয়ার সময় হাতির সম্মুখে পড়ে। এ সময় সে দৌড় দেয়ার সময় হাতি শুঁড় দিয়ে তাকে পেচিয়ে ফেলে। পরে আব্দুল মালেককে হাতিটি উপর্যপুরি আছরাতে শুরু করে। ভোরের আলো বাড়ার সাথে সাথে হাতিটি জঙ্গলে চলে যায়।

এদিকে, বন বিভাগের সাথে যোগাযোগ করা হলে বন বিভাগ জানান, হাতির আক্রমণে একজন মারা যাওয়ার খবর পেয়েছি। মৃত ব্যক্তির পরিবার যথাযথ ভাবে আবেদন করলে সরকারের পক্ষ থেকে ৩ লক্ষ টাকা প্রদান করা হবে। 

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়