রাঙামাটি । রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৩ ভাদ্র ১৪৩১

ব্রেকিং

বাঘাইছড়িতে নদীতে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজরাঙামাটিতে “শহীদি মার্চ” অনুষ্ঠিতহারানো ২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশপার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমাকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার সাড় ৩ ফুট খোলা হলো জলকপাটের গেইট১২৭ দিন পর কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরুচাহিদা মতো চাদাঁ না দেওয়ায় আঞ্চলিক দলের বাঁধার মুখে কাপ্তাইয়ে জেলেদের মাছ ধরা বন্ধ, সরকার রাজস্ব হারাচ্ছেকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার ২ ফুট খোলা হলো জলকপাটের গেইটনিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে কাপ্তাই হ্রদে মাছ আহরণে নামছেন জেলেরাকাপ্তাই হ্রদে ডুবে যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধারকাপ্তাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতি ৫০ কোটি টাকালংগদুতে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাঙামাটি পৌর এলাকা ও নানিয়ারচরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ডুবে আছে সড়ক-ঘরবাড়িরাঙামাটিতে সেনা রিজিয়নের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা প্রদানরাঙামাটিতে বৈষম্য ও সন্ত্রাস বিরোধী মহাসমাবেশ ছাত্র পরিষদেরপানির প্রবল চাপ সামলাতে এবার ২ ফুট খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ

প্রকাশিত: ১৮:৪০, ৩ মে ২০২৪

লংগদুতে টিসিবির পণ্য দোকানে বিক্রির দায়ে দুই দোকান তালাবদ্ধ

লংগদুতে টিসিবির পণ্য দোকানে বিক্রির দায়ে দুই দোকান তালাবদ্ধ
টিসিবি পণ্য। ছবি:- আলোকিত রাঙ্গামাটি

সরকারের দেওয়া কার্ডদারী টিসিবি পণ্য সাধারণ মানুষকে না দিয়ে বাজারে দোকানে দোকানে বিক্রির দায়ে দুই দোকানে তালা ঝুলিয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার সকালে রাঙামাটির লংগদু উপজেলার মাইনী বাজার লঞ্চ ঘাটে ইঞ্জিন চালিত নৌকা ভর্তি করে টিসিবির পণ্য নিয়ে এসে বাজারে সুলতান ষ্টোর ও ইউছুফ ষ্টোরের গোডাউনে মালামাল স্টক করে অসাধু ব্যবসায়ীরা।

পরবর্তীতে গোয়েন্দা সংস্থার নজরে আসলে, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ঘটনাস্থলে এসে ৯৯ বস্তা চাউল জব্দ করে। এর মধ্যে সুলতান ষ্টোর থেকে ১৯ বস্তা ডাউল, ৭বস্তা চিনি এবং ২২ বস্তা চাউল উদ্ধার করে। একই সময় পাশ্ববর্তী দোকানী ইউছুফ ষ্টোর থেকে ২০ বস্তা চাউল উদ্ধার করে দুই দোকানে তালা ঝুলিয়ে দেয় উপজেলা নির্বাহী অফিসার। এছাড়া অবশিষ্ট মালামাল ভাসান্যাদম ইউনিয়নে বিতরণের জন্য পুনরায় পাঠানো হয়।

বাজার কমিটির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সোহেল বলেন, খবর পেয়ে প্রশাসনের উপস্থিতিতে মালামাল বের করে যেখানে বিতরণ করার কথা ঐ স্থানে প্রেরণ করা হয়। এসময় দুই দোকানে বাজার কমিটির সম্মতিতে তালা ঝুলানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, টিসিবি পণ্য বাজারে উঠার কথা না। তথ্যর ভিত্তিতে দুই দোকান থেকে মালামাল উদ্ধার করা হয় এবং দুই দোকানকেই তালাবদ্ধ করা হয়। বিষয়টি নিয়ে তদন্ত চলমান। মালামাল বিক্রির বিষয়ে জেলা প্রশাসক মহোদয়কে লিখিত ভাবে অবগত করা হয়েছে।

জনপ্রিয়