রাঙামাটি । রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৩ ভাদ্র ১৪৩১

ব্রেকিং

বাঘাইছড়িতে নদীতে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজরাঙামাটিতে “শহীদি মার্চ” অনুষ্ঠিতহারানো ২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশপার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমাকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার সাড় ৩ ফুট খোলা হলো জলকপাটের গেইট১২৭ দিন পর কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরুচাহিদা মতো চাদাঁ না দেওয়ায় আঞ্চলিক দলের বাঁধার মুখে কাপ্তাইয়ে জেলেদের মাছ ধরা বন্ধ, সরকার রাজস্ব হারাচ্ছেকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার ২ ফুট খোলা হলো জলকপাটের গেইটনিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে কাপ্তাই হ্রদে মাছ আহরণে নামছেন জেলেরাকাপ্তাই হ্রদে ডুবে যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধারকাপ্তাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতি ৫০ কোটি টাকালংগদুতে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাঙামাটি পৌর এলাকা ও নানিয়ারচরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ডুবে আছে সড়ক-ঘরবাড়িরাঙামাটিতে সেনা রিজিয়নের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা প্রদানরাঙামাটিতে বৈষম্য ও সন্ত্রাস বিরোধী মহাসমাবেশ ছাত্র পরিষদেরপানির প্রবল চাপ সামলাতে এবার ২ ফুট খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৩:৩২, ২৪ মে ২০২৪

ভোটের আগে লংগদু ইউএনও কে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

ভোটের আগে লংগদু ইউএনও কে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

লংগদুতে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সুষ্ঠু ভোটের দাবিতে লংগদু ইউএনও কে নির্বাচনের আগেই প্রত্যাহারের দাবি এনে সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল বারেক সরকার।

শুক্রবার (২৪ মে) দুপুরে মাইনীমূখ বাজারস্থ নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, লংগদু উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।

আব্দুল বারেক সরকার অভিযোগ করে বলেন, লংগদুতে আওয়ামী লীগ থেকে আমরা তিনজন চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমার ভোটের জোয়ার দেখে আমার বিপক্ষ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আনারস প্রতীক বাবুল দাশ বাবু জেলা হতে আওয়ামী লীগের দলীয় শীর্ষ নেতাদের নিয়ে এসে সভার মাধ্যমে প্রকাশ্যে হুমকি দিচ্ছে এবং এক ভোট পেলেও বাবু নির্বাচনে জয়লাভ করবে। তিনি লংগদু উপজেলায় নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের প্রত্যাহার চান। কারণ যেহেতু তিনি সহকারী রিটানিং অফিসারের দায়িত্ব পালন করবেন সেহেতু বাবুর পক্ষে তিনি কাজ করবেন।

বারেক সরকার আরো বলেন, সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন হলে ১২/১৫ হাজার ভোটে জয়যুক্ত করবো। প্রশাসনের কাছে আমার দাবি আপনার সুষ্ঠু ভোটে ব্যবস্থা করে দেন। এখন থেকেই বাবুর লোকজন আমার কর্মীদের হুমকি ধমকি দিচ্ছে এমন কি মারধর করার অভিযোগ রয়েছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়