রাঙামাটি । শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ , ২ কার্তিক ১৪৩১

মেহেরাজ হোসেন সুজন (নানিয়ারচর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ২২:৫৬, ৩ জুলাই ২০২৪

নানিয়ারচর জোন কর্তৃক পানিবন্দি অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

নানিয়ারচর জোন কর্তৃক পানিবন্দি অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
ছবি:- আলোকিত রাঙ্গামাটি 

বুধবার (৩ জুলাই) নানিয়ারচর জোন (১০ বীর) এর সার্বিক তত্ত্বাবধানে ''সম্প্রীতি ও উন্নয়ন" প্রকল্পের আওতায় নানিয়ারচর জোনের দায়িত্বপূর্ণ দিশানপাড়া ও মধ্য আদম এলাকায় চলমান অতি বৃষ্টির ফলে পানিবন্দি গরীব ও অসহায় পরিবারের মাঝেত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত কর্মসূচিতে সর্বমোট ২১ পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী (চাল, আটা, চিনি, ডাল, তেল এবং লবণ) প্রদান করা হয়। এ সময় জোনের মেজর নেওয়াজ মুহাম্মাদ আদনান খান, ক্যাম্প কমান্ডার, বাকছড়ি আর্মি ক্যাম্প নানিয়ারচর জোনের পক্ষ হতে পানিবন্দি পরিবারসমূহের নিকট ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। 

বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন দায়িত্বপূর্ণ এলাকায় হতদরিদ্র জনগণের মাঝে এমন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে। নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এমন কর্মকাণ্ডে স্থানীয় সকল স্তরের জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেছে।

জনপ্রিয়