রাঙামাটি । শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ , ২ কার্তিক ১৪৩১

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:৪৭, ১০ জুলাই ২০২৪

আপডেট: ১৫:৫৩, ১০ জুলাই ২০২৪

বাঘাইছড়িতে পাহাড় কেটে মাটি বিক্রির দায়ে ২ জনকে দেড় লাখ টাকা জরিমানা

বাঘাইছড়িতে পাহাড় কেটে মাটি বিক্রির দায়ে ২ জনকে দেড় লাখ টাকা জরিমানা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মডেল টাউন এলাকায় পাহাড় কেটে মাটি বিক্রি করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে মো: হারুন কে ৫০ হাজার ও শান্তি বিকাশ চাকমা কে ১ লাখ টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১০ জুলাই) সকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার এই অভিযান পরিচালনা করেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার জানান, দীর্ঘদিন থেকে লোকচক্ষুর আড়ালে একটি চক্র পাহাড় কেটে বিভিন্ন নিচু জায়গা ভরাটের জন্য মাটি বিক্রি করছে এমন সংবাদ পেয়ে সরেজমিন পরিদর্শন করে দু’জনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়