রাঙামাটি । রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৩ ভাদ্র ১৪৩১

ব্রেকিং

বাঘাইছড়িতে নদীতে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজরাঙামাটিতে “শহীদি মার্চ” অনুষ্ঠিতহারানো ২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশপার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমাকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার সাড় ৩ ফুট খোলা হলো জলকপাটের গেইট১২৭ দিন পর কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরুচাহিদা মতো চাদাঁ না দেওয়ায় আঞ্চলিক দলের বাঁধার মুখে কাপ্তাইয়ে জেলেদের মাছ ধরা বন্ধ, সরকার রাজস্ব হারাচ্ছেকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার ২ ফুট খোলা হলো জলকপাটের গেইটনিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে কাপ্তাই হ্রদে মাছ আহরণে নামছেন জেলেরাকাপ্তাই হ্রদে ডুবে যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধারকাপ্তাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতি ৫০ কোটি টাকালংগদুতে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাঙামাটি পৌর এলাকা ও নানিয়ারচরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ডুবে আছে সড়ক-ঘরবাড়িরাঙামাটিতে সেনা রিজিয়নের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা প্রদানরাঙামাটিতে বৈষম্য ও সন্ত্রাস বিরোধী মহাসমাবেশ ছাত্র পরিষদেরপানির প্রবল চাপ সামলাতে এবার ২ ফুট খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৯:১৫, ১১ জুলাই ২০২৪

বন্যপ্রাণী বাঁচাতে হলে পরিবেশ ও আবাসস্থল ঠিক রাখতে হবে

বন্যপ্রাণী বাঁচাতে হলে পরিবেশ ও আবাসস্থল ঠিক রাখতে হবে

বন্যপ্রাণীকে বাঁচাতে হলে পরিবেশ ও আবাসস্থল ঠিক রাখতে বলে মন্তব্য করেছেন, রাঙামাটি ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান। বৃহস্পতিবার (১১ জুলাই) রাঙামাটি বন বিভাগের উদ্যোগে বন্যপ্রাণী রক্ষায় র‌্যালি শেষে এক পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পরিবেশ ঠিক রাখার জন্য প্রচুর পরিমাণ গাছ লাগাতে হবে। রাঙামাটি শহরের পাহাড়ি এলাকাগুলোতে বন্যপ্রাণীর বিচরণ অনেকটাই বেশি কমে যাচ্ছে। তার কারণ হলো, ঐতিহ্যগতভাবে স্থানীয় পাহাড়ি লোকজন মাংসের চাহিদা পূরণে বন্যপ্রাণীগুলো ধরে ভক্ষণ করে।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন-২০১২ অনুসারে এটি কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি দণ্ডণীয় অপরাধ। এই অপরাধের বিষয়ে মানুষ কিন্তু বেশি একটা জানে না। এ বিষয়ে নিয়ে খুব একটা প্রচারও হয়না। বন্যপ্রাণী না ধরার জন্য এবং এদের পরিবেশ ও আবাসস্থল তৈরি করার জন্য সারাদেশে প্রচার করা হচ্ছে এবং মানুষকে সচেতন করা হচ্ছে।

তিনি আরো জানান, বাংলাদেশের প্রকৃতি থেকে ৩১ প্রজাতির বন্যপ্রাণী ইতিমধ্যে বিলুপ্তি হয়ে গেছে। সেটি প্রকৃতিতে দেখা যায় না এবং বন্য পরিবেশেও দেখা যায় না। এখন যেসব বন্যপ্রাণী অবশিষ্টি আছে,সেগুলোর প্রতি সচেতন না হলে ঐগুলো বিলুপ্তি হয়ে যাবে। বিশেষ করে বনমোরগ, সাম্বার হরিণ, মায়বী হরিণ ইত্যাদি এসব বন্যপ্রাণী রক্ষা করার জন্য রাঙ্গামাটি বনবিভাগ শহরের বিভিন্ন বাজারে অভিযান এবং প্রচারণা চালিয়ে যাবে।

এ সময় বন্যপ্রাণী সংরক্ষণের পথসভায় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক গঙ্গাপ্রসাদ চাকমা প্রমুখ। এর আগে বন্যপ্রাণী রক্ষায় রাঙামাটি বন বিভাগ থেকে একটি র‌্যালি বের করা হয়।

জনপ্রিয়