রাঙামাটি । রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৩ ভাদ্র ১৪৩১

ব্রেকিং

বাঘাইছড়িতে নদীতে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজরাঙামাটিতে “শহীদি মার্চ” অনুষ্ঠিতহারানো ২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশপার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমাকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার সাড় ৩ ফুট খোলা হলো জলকপাটের গেইট১২৭ দিন পর কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরুচাহিদা মতো চাদাঁ না দেওয়ায় আঞ্চলিক দলের বাঁধার মুখে কাপ্তাইয়ে জেলেদের মাছ ধরা বন্ধ, সরকার রাজস্ব হারাচ্ছেকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার ২ ফুট খোলা হলো জলকপাটের গেইটনিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে কাপ্তাই হ্রদে মাছ আহরণে নামছেন জেলেরাকাপ্তাই হ্রদে ডুবে যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধারকাপ্তাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতি ৫০ কোটি টাকালংগদুতে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাঙামাটি পৌর এলাকা ও নানিয়ারচরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ডুবে আছে সড়ক-ঘরবাড়িরাঙামাটিতে সেনা রিজিয়নের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা প্রদানরাঙামাটিতে বৈষম্য ও সন্ত্রাস বিরোধী মহাসমাবেশ ছাত্র পরিষদেরপানির প্রবল চাপ সামলাতে এবার ২ ফুট খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ০৯:৩০, ১৪ জুলাই ২০২৪

কাপ্তাইয়ের কেপিএমে পুনরায় উৎপাদন শুরু

কাপ্তাইয়ের কেপিএমে পুনরায় উৎপাদন শুরু

কাপ্তাইয়ের চন্দ্রঘোনাস্থ কর্ণফুলী পেপার মিলে (কেপিএম) অগ্নিকাণ্ডের ঘটনার পর যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে পুনরায় উৎপাদনে ফিরেছে প্রতিষ্ঠানটি। এর আগে গত শনিবার (১৩ জুলাই) দিবাগত রাত ১টার সময় মিলটি চালু অবস্থায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। কিন্তু এক ঘন্টার মধ্যেই তখন আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। এদিকে, অগ্নিকাণ্ডে ক্ষতি হওয়া ২নং পেপার মেশিনের মেরামত কাজ শেষে শনিবার বেলা ১টার দিকে পুনরায় উৎপাদনে যায় কারখানাটি।

কেপিএম সূত্রে জানা গেছে, মিলের ২নং মেশিনে আগুন লাগার পর মিলের নিরাপত্তা বিভাগ ও কাপ্তাই ফায়ার সার্ভিস এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনের ঘটনায় উৎপাদন মেশিনের বেল্টসহ বেশকিছু কাগজ তৈরির কাঁচামাল ক্ষতিগ্রস্ত হয়ে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

এদিকে, এ বিষয়ে কথা হলে কর্ণফুলী পেপার মিলের মহাব্যবস্থাপক (এমটিএস) আবুল কাসেম জানান, শনিবার রাত একটার দিকে আগুনের সূত্র হয়। পরে আমরা নিজেরাই আগুন নিভিয়ে ফেলি, কাপ্তাই ফায়ার সার্ভিসও আমাদের সহযোগিতা করেছে। কিছু কাগজ পুড়ে গেছে। তেমন ক্ষয়ক্ষতি হয়নি। শনিবার দুপুর থেকে পুনরায় উৎপাদন চলছে।

কাপ্তাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শাহাদাৎ হোসেন চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে আমরা রাত ১টা ১৫ মিনিটের দিকে কেপিএমে পৌঁছাই। এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা মেশিনের অভ্যন্তরীণ ঘর্ষণে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে আড়াই লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়