রাঙামাটি । রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৩ ভাদ্র ১৪৩১

ব্রেকিং

বাঘাইছড়িতে নদীতে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজরাঙামাটিতে “শহীদি মার্চ” অনুষ্ঠিতহারানো ২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশপার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমাকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার সাড় ৩ ফুট খোলা হলো জলকপাটের গেইট১২৭ দিন পর কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরুচাহিদা মতো চাদাঁ না দেওয়ায় আঞ্চলিক দলের বাঁধার মুখে কাপ্তাইয়ে জেলেদের মাছ ধরা বন্ধ, সরকার রাজস্ব হারাচ্ছেকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার ২ ফুট খোলা হলো জলকপাটের গেইটনিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে কাপ্তাই হ্রদে মাছ আহরণে নামছেন জেলেরাকাপ্তাই হ্রদে ডুবে যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধারকাপ্তাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতি ৫০ কোটি টাকালংগদুতে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাঙামাটি পৌর এলাকা ও নানিয়ারচরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ডুবে আছে সড়ক-ঘরবাড়িরাঙামাটিতে সেনা রিজিয়নের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা প্রদানরাঙামাটিতে বৈষম্য ও সন্ত্রাস বিরোধী মহাসমাবেশ ছাত্র পরিষদেরপানির প্রবল চাপ সামলাতে এবার ২ ফুট খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১১:২৯, ১৫ জুলাই ২০২৪

বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে সহায়তা প্রদান

বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে সহায়তা প্রদান

রাঙামাটির বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ জন কলেজ শিক্ষার্থীদের মাঝে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর পক্ষ থেকে ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার (১৪ জুলাই) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় স্টার্টফান্ড বাংলাদেশের এর অর্থায়নে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস আকস্মিক বন্যা কবলিত এলাকায় "Emergency Response to Flash Flood Affected People in Baghaichari Upazilla of Rangamati District" সংক্ষেপে এলার্ট বি০৫৫ (Alert B055) এর আওতায় কাচালং সরকারী ডিগ্রী কলেজে একটি শিক্ষা সহায়তা কার্যক্রম পরিচালনা করে। এর আওতায় কাচালং কলেজের ২৫ জন এইচএসসি পরীক্ষার্থীকে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী ক্রয়ের জন্য প্রত্যককে নগদ ২০০০ টাকা অর্থ সহায়তা দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাচালং সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, প্রভাষক ও বি০৫৫ প্রকল্পের পৌরসভা পিআইসি কমিটির সদস্য মোঃ কামাল হোসেন মীর, ১নং ওয়ার্ড কাউন্সিলর ও বি০৫৫ প্রকল্পের পৌরসভা পিআইসি কমিটির সদস্য  হাফেজ আহম্মেদ, এলার্ট বি০৫৫ এর টিম লিডার অর্জন চাকমা ও উপজেলা কো-অডিনেটর সুব্রত চাকমা।

উক্ত অনুষ্ঠানে ২৫ জন শিক্ষার্থীর মাঝে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর পক্ষ থেকে এই নগদ অর্থ সহায়তা তুলে দেয়া হয়। এছাড়াও এই সংস্থার পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের মাঝেও সহায়তা প্রদানের কথা রয়েছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়