রাঙামাটি । শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ , ২ কার্তিক ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ

প্রকাশিত: ১৪:৩৩, ১৬ জুলাই ২০২৪

আপডেট: ১৬:১০, ১৬ জুলাই ২০২৪

আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপর হামলার প্রতিবাদে রাঙামাটি মেডিকেল কলেজে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাঙামাটি মেডিকেল কলেজে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

একই সময়ে ছাত্রলীগের নেতাকর্মীরাও মেডিকেল কলেজের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। এর ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। আন্দোলকারীরা গেইটের বাহিরে আসতে চায়লে ছাত্রলীগ বাধা দেয়। বাধার মুখে কলেজের ভিতরেই মানববন্ধন করে শিক্ষার্থীরা।

এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি রনি হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ চাকমা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দীপংকর দেসহ ছাত্রলীগ কর্মীরা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাইরে আসতে বাধা দেয়।

এ সময় বিশৃঙ্খলা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়। তবে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুত কোটা সংস্কারের দাবি মেনে নিয়ে কোটা সংস্কার করার পাশাপাশি হামলায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জানান বক্তারা।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়