রাঙামাটি । রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৩ ভাদ্র ১৪৩১

ব্রেকিং

বাঘাইছড়িতে নদীতে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজরাঙামাটিতে “শহীদি মার্চ” অনুষ্ঠিতহারানো ২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশপার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমাকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার সাড় ৩ ফুট খোলা হলো জলকপাটের গেইট১২৭ দিন পর কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরুচাহিদা মতো চাদাঁ না দেওয়ায় আঞ্চলিক দলের বাঁধার মুখে কাপ্তাইয়ে জেলেদের মাছ ধরা বন্ধ, সরকার রাজস্ব হারাচ্ছেকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার ২ ফুট খোলা হলো জলকপাটের গেইটনিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে কাপ্তাই হ্রদে মাছ আহরণে নামছেন জেলেরাকাপ্তাই হ্রদে ডুবে যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধারকাপ্তাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতি ৫০ কোটি টাকালংগদুতে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাঙামাটি পৌর এলাকা ও নানিয়ারচরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ডুবে আছে সড়ক-ঘরবাড়িরাঙামাটিতে সেনা রিজিয়নের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা প্রদানরাঙামাটিতে বৈষম্য ও সন্ত্রাস বিরোধী মহাসমাবেশ ছাত্র পরিষদেরপানির প্রবল চাপ সামলাতে এবার ২ ফুট খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ০৯:৫৭, ২৭ জুলাই ২০২৪

আপডেট: ০৯:৫৮, ২৭ জুলাই ২০২৪

কাপ্তাইয়ে পর্যটন কেন্দ্রে সুনশান নীরবতা, আয় রোজগার নেই বোট চালকদের

কাপ্তাইয়ে পর্যটন কেন্দ্রে সুনশান নীরবতা, আয় রোজগার নেই বোট চালকদের
কাপ্তাইয়ে পর্যটকবিহীন বিনোদন কেন্দ্র।

দেশে চলমান কারফিউ ও অস্থিতিশীল অবস্থার প্রভাব পড়েছে কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্র গুলিতে। গত এক সপ্তাহ ধরে কাপ্তাই উপজেলার অধিকাংশ হোটেল, মোটেল, রিসোর্ট খালি পড়ে আছে। পাশাপাশি বিনোদন কেন্দ্রগুলোতেও দেখা গেছে সুনশান নীরবতা। পর্যটক শূন্য থাকায় দিনদিন লোকশান গুণতে হচ্ছে পর্যটন ব্যবসায়ীদের।

কয়দিন আগে কাপ্তাই প্রশান্তি পার্কের ম্যানেজার মোঃ বাবুল মিয়া, নিসর্গ পড হাউসের ম্যানেজার মাসুদ, গ্রীণভিউ হোটেলের পরিচালক মোঃ সাদিকসহ অনেকেই জানান, বর্তমানে তাদের আয়-রোজগার কমে গেছে। গত কয়েকদিন যাবত কোন বুকিং নেই বললেই চলে। এতে করে দিনদিন বাড়ছে লোকশানের পরিমাণ। প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন দিতেও হিমশিম খেতে হবে। এই সংকট কবে কাটবে তা নিয়ে তারা চিন্তিত।

এদিকে, কাপ্তাইয়ে পর্যটক সংকটে আয়-রোজগার কমে গেছে বোট চালকদেরও। স্থানীয় বোট চালক শাহীন হোসেন, কমল দাশসহ একাধিক বোট চালক জানায়, করোনা মহামারীর মতো  আবারও দুর্দিন ফিরে এসেছে তাদের। পর্যটক কমে যাওয়ায় বোট ভাড়া নেই বললেই চলে। এতে করে সবার আয় রোজগার কমে গেছে। সংসার চালাতেও হিমশিম খেতে হচ্ছে। বছরের এ সময় দৈনিক ২ থেকে ৩ হাজার টাকা আয় হলেও গত কয়েকদিন যাবত আয় বন্ধ। যাত্রী পারাপার বা মৎস্য কাজে ব্যবহার করে বর্তমানে কিছু কিছু চালকের ৫শ' টাকা আয় হচ্ছে বলে তারা জানান।

এ বিষয়ে কাপ্তাই জেটিঘাট বোট ব্যবসায়ী সমিতির ম্যানেজার শীতল সরকার জানান, গত কিছুদিন পূর্বেও পর্যটকের চাপ বেড়ে যাওয়ায় আমাদের বোট পরিচালনা করতে হিমশিম খেতে হয়েছে। অথচ মাত্র কয়েকদিনের ব্যবধানে একদম আয়-রোজগার কমে গেছে। আশা করছি, আমরা দ্রুত এই সংকট কাটিয়ে উঠবো আমরা।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দীন জানান, বর্তমানে কাপ্তাইয়ের পরিস্থিতি খুব ভাল রয়েছে। আশা করা হচ্ছে, দেশে সবকিছু স্বাভাবিক হলে আবারো পর্যটকদের আগমনে মুখরিত হবে পর্যটন শহর কাপ্তাই।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়