নানিয়ারচরের বুড়িঘাট ও সাবেক্ষং ইউনিয়নে আশিকার ইন্টারফেস মিটিং
রাঙামাটির নানিয়ারচরের বুড়িঘাট ও সাবেক্ষং ইউনিয়নে দুই দিনব্যাপী এনজিও সংস্থা (আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস) এর ক্রিয়া প্রকল্প বাস্তবায়নে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া)'র বিষয়ে নানিয়ারচর জেলা পরিষদের রেস্ট হাউসে ইন্টারফেস মিটিং অনুষ্ঠিত হয়েছে।
২৮ আগস্ট ও ২৯ আগস্ট নানিয়ারচর উপজেলার দুইটি ইউনিয়ন সাবেক্ষং ও বুড়িঘাট ইউনিয়নে সেবাদাতা ও সেবাগ্রহিতার মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইসহাক উদ্দিন ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা প্রতিনিধি জোতিল চাকমা ও কর্ণরাজ চাকমা, আশিকা ক্রিয়া প্রকল্প সমন্বয়কারী মিতু চাকমা, প্রকল্প অফিসার সুবিন্দু চাকমা, ফিল্ড ফ্যাসিলিটেটরস সৌরভ কান্তি চাকমা ও রিয়া চাকমাসহ কর্মসূচিতে অংশ নেয়া বিভিন্ন পেশা-শ্রেণীর নারী ও পুরুষ।