রাঙামাটি । শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ , ১৪ অগ্রাহায়ণ ১৪৩১

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৯:২১, ৩০ আগস্ট ২০২৪

নানিয়ারচরে স্বেচ্ছাশ্রমে সাঁকো নির্মাণ

নানিয়ারচরে স্বেচ্ছাশ্রমে সাঁকো নির্মাণ
ছবি:- আলোকিত রাঙ্গামাটি

অতি বৃষ্টির ফলে কাপ্তাই লেকের পানি বেড়েছে। এতে রাঙামাটির নানিয়ারচর হতে লংগদু উপজেলায় হেঁটে যাওয়ার রাস্তায় পানি ওঠে যায়। ভোগান্তিতে পড়ে দুই উপজেলার স্থানীয় সাধারণ মানুষ।

আর এই ভোগান্তি ঠেকাতে (৩০ আগস্ট) ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবের উদ্যোগে স্থানীয় শিক্ষার্থীসহ নানান পেশার জনসাধারণ তৈরী করে ১৩৫ মিটারের সাঁকো।

এতে কাচাবাঁশ ও যাবতীয় অংশে সহযোগীতা করে নানিয়ারচর উপজেলার সাবেক্ষং ইউনিয়ন চেয়ারম্যান সুপম চাকমা ও স্থানীয় ব্যাবসায়ী সবিন কান্তি চাকমা। সাকোঁটি নির্মিত হওয়ার এতে অত্র এলাকাবাসী খুশি এবং আনন্দিত।

জনপ্রিয়