রাঙামাটি । শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ , ১৪ অগ্রাহায়ণ ১৪৩১

জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১১:১২, ৬ সেপ্টেম্বর ২০২৪

জুরাছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের নিরাপদ বিশুদ্ধকরণ সামগ্রী বিতরণ

জুরাছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের নিরাপদ বিশুদ্ধকরণ সামগ্রী বিতরণ

জুরাছড়ি উপজেলায় নিম্ন অঞ্চলে প্লাবিত বন্যায় ক্ষতিগ্রস্তদের নিরাপদ বিশুদ্ধকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উদ্যোগে পাহাড়ী ঢলে নিম্ন অঞ্চলে প্লাবিত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পানি বিশুদ্ধকরণ ঔষধ, হাইজিন কিট, জেরিক্যান ও সচেতনতামূলক প্রচারণা লিফলেট বিতরণ করা হয়।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) উপজেলা মৈদং ইউনিয়নের শীলছড়ি, জুরাছড়ি ইউনিয়নের আমতুলী, মধ্য বালুখালী ও উপজেলা সদরের হাসপাতাল এলাকায়, বনযোগীছড়া ইউনিয়নের বড়ইতলী, চকপতিঘাট গ্রামে এসব বিতরণ করেন উপজেলা উপসহকারী জনস্বার্থ প্রকৌশলী রকি দে।

এ সময় হাইজিন কীট ৩০টি বক্স, জেরিকেন ১০০টি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ১৫ হাজার, ব্লিচিং পাউডার ৫০ কেজি বিতরণ করা হয়। এছাড়া নষ্ট নলকূপ মেরামত ও পানি বিশুদ্ধ করণের কাজ করা হয়।

এ সময় মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, দুর্জন সিংহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়