রাঙামাটি । মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ২০:৪২, ৭ সেপ্টেম্বর ২০২৪

এখনো ডুবে আছে রাঙামাটির পর্যটন ঝুলন্ত সেতু

এখনো ডুবে আছে রাঙামাটির পর্যটন ঝুলন্ত সেতু

কাপ্তাই হ্রদের পানির নিচে এখনো ডুবে আছে রাঙামাটির ঝুলন্ত সেতু। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে গেলে ২৬ আগষ্ট থেকে সেতুটি পানিতে ডুবে যায়।পর্যটকদের অন্যতম আকর্ষন ঝুলন্ত সেতুটি পারাপার বিপজ্জনক হয়ে পড়ায় সেতুটি পারাপার বন্ধ করে দিয়েছে পর্যটন কর্তৃপক্ষ। ফলে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের।

টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা এখনো সর্বোচ্চ সীমায় রয়েছে।  

ফলে ঝুলন্ত সেতুর পাটাতন এখনো দুই ফুট পানির নীচে ডুবে আছে। সেতুটি দীর্ঘ দুই সপ্তাহ বন্ধ থাকায় পর্যটন করপোরেশনের আয়েও নেতিবাচক প্রভাব পড়েছে।

রাঙামাটি পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছেন, হ্রদের পানির উচ্চতা কমে আসলে আবারো পর্যটকদের জন্য ঝুলন্ত সেতুটি পারাপারের জন্য খুলে দেওয়া হবে। তবে তা নির্ভর করছে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা কমে আসার উপর