রাঙামাটি । বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ২ আশ্বিন ১৪৩১

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:৪৯, ১২ সেপ্টেম্বর ২০২৪

নানিয়ারচরে বানভাসি মানুষের পাশে সেনাবাহিনী

নানিয়ারচরে বানভাসি মানুষের পাশে সেনাবাহিনী

রাঙামাটি জেলার নানিয়ারচরে কাপ্তাই লেকের শাখা চেংগী নদীতে বন্যার শুরু হতে বানভাসি মানুষের সাহায্যার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সুষম খাদ্য, শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী নিয়ে বরাবরই বানভাসি অসহায়দের পাশে এসে দাঁড়ায় সেনাবাহিনী।

নানিয়ারচর জোন সুদক্ষ দশের এর সার্বিক তত্ত্বাবধানে ''সম্প্রীতি ও উন্নয়ন" প্রকল্পের আওতায় নানিয়ারচর জোনের দায়িত্বপূর্ণ বন্যা কবলিত এলাকায় পানিবন্দি গরীব ও অসহায় পরিবারসমূহের মাঝে বন্যার শুরু থেকেই ত্রাণ সামগ্রী দেয়া হচ্ছে। নানিয়ারচরের পুরাতন বাজারের ৫১টি পানিবন্দি বাঙ্গালী ও পাহাড়ি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী (চিড়া, আটা, গুড়, মুড়ি এবং মোমবাতি) প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এই ত্রাণ সাহায্য পৌঁছে দেয়া সেনাসদস্যরা।

বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন দায়িত্বপূর্ণ এলাকায় হতদরিদ্র জনগণের মাঝে এমন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে। নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এমন কর্মকাণ্ডে স্থানীয় সকল স্তরের জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি সাধুবাদ জানান।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ