রাঙামাটি । বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ২ আশ্বিন ১৪৩১

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:৩৩, ১৪ সেপ্টেম্বর ২০২৪

মহাপরিচালকের পদত্যাগের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন

মহাপরিচালকের পদত্যাগের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
​​​​​​​নার্সদের মানববন্ধন কর্মসূচির একাংশ।

নার্সিং পেশা নিয়ে কুটক্তি ও শিক্ষার্থীদের সাথে অসৌজন্যকর আচরণের অভিযোগে প্রতিষ্ঠানের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে সারাদেশ ব্যাপী প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হচ্ছে।

কর্মসূচির অংশ হিসেবে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় শনিবার (১৪ সেপ্টেম্বর)।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের দায়িত্বরত সকল নার্স ও কর্মকর্তাদের উপস্থিতিতে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে উপস্থিত নার্স ও কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক সময় বিভিন্ন দাবি নিয়ে নার্সিং ও মিড-ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে দেখা করতে গেলে মহাপরিচালক নার্সিং পেশা নিয়ে অবমাননাকর কথা বলেছেন। যা নিয়ে সারাদেশে সমালোচনা শুরু হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং অবিলম্বে মহাপরিচালককে পদত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারি প্রদান করা হয়। এই দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেয়া হবে বলে সতর্ক করা হয়। এ সময় নার্সিংয়ের মহাপরিচালকসহ সকল পদে নার্সদের পদায়নেরও দাবি জানানো হয়।
 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ