রাঙামাটিতে পরিবহণ ধর্মঘট প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক
রাঙামাটিতে মালিক শ্রমিকের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
গতকাল রবিবার রাতে জেলা প্রশাসনের সাথে পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দের বৈঠকের পর প্রশাসনের আশ্বাসে ৩৬ ঘন্টা পর
পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয় বলে আজ সোমবার সকাল ৯টায় মুঠোফোনে নিশ্চিত করেন রাঙামাটি সিএনজি অটোরিক্সা চালক কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মো: মিজানুর রহমান বাবু।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, রাঙামাটির বর্তমান সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গতকাল রবিবার রাতে মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে ফলপ্রসু বৈঠক করা হয়েছে এবং তারা পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করেছে।
আজ সোমবার রাঙামাটিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসনের বৈঠকের কথা রয়েছে বলে জানান জেলা প্রশাসক।
তিনি আরো জানান, রাঙামাটিতে সংঘটিত অনাকাঙ্খিত ঘটনায় হতাহতদের বিষয়ে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর রাখছি এবং হতাহত ও ক্ষতিগ্রস্ত মানুষদের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হবে। আশা করছি সরকারের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহায়তা করা হবে।
পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেয়ায় সকাল থেকেই জেলা শহরে সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে। শহরের একমাত্র লোকাল বাহন সিএনজি অটোরিক্সা চলাচল করছে। এছাড়াও দুরপাল্লার বাস ছাড়তেও দেখা গেছে। জেলা শহরের জনজীবন স্বাভাবিক রয়েছে। খুলেছে দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান। ধর্মঘট প্রত্যাহার করাসহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় জনমনে স্বতি দেখা গেছে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাঙামাটি খাগড়াছড়ি সড়কের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।