রাঙামাটি । শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ , ১৪ অগ্রাহায়ণ ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ১২:০৪, ২৩ সেপ্টেম্বর ২০২৪

রাঙামাটির সম্প্রীতি সভায় যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো

রাঙামাটির সম্প্রীতি সভায় যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো

রাঙামাটিতে মিছিলে ঢিল ছোড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্ধুদ্ধ পরিস্থিতির পর বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জেলা রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত এক সম্প্রীতি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এর মধ্যে রয়েছে, শহরের পৌরসভা থেকে বনরূপা এবং কলেজ গেট থেকে জিমনেসিয়াম পর্যন্ত সভা সমাবেশ করা যাবে, তবে জিমনেসিয়াম থেকে বনরূপা পর্যন্ত এলাকায় কোনো মিছিল সমাবেশ করা যাবে না।

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কোনো মিছিল সমাবেশ করা যাবে না, তবে পূর্বানুমতি সাপেক্ষে ধর্মীয়, সামাজিক র‌্যালি করা যাবে। ক্ষতিগ্রস্ত সবাইকে চিকিৎসা সহায়তা ও আর্থিক প্রণোদনা দেওয়া হবে; পুরো শহর সিসিটিভি ক্যামেরায় আওতায় আনা হবে।

জনপ্রিয়