রাঙামাটি । শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ , ১৪ অগ্রাহায়ণ ১৪৩১

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ০৯:৩৩, ২৬ সেপ্টেম্বর ২০২৪

অবৈধ স্থাপনা উচ্ছেদ

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের ১০ একর জমি উদ্ধার

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের ১০ একর জমি উদ্ধার

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের ১০ একর জায়গা দখল মুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে গত সোমবার। ফলে দীর্ঘ একযুগের অধিক সময় ধরে ক্ষমতাসীনদের জবর দখলে থাকা সরকারি বিপুল পরিমাণ জমি উদ্ধার হলো। কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাজভিলা রেঞ্জের আওতাধীন ১৮-১৯ সনে সৃজিত এসব বাগান দীর্ঘ ১২-১৩ বছর ধরে জবর দখলে ছিল। অবশেষে এই বিপুল সম্পত্তি উদ্ধার করতে সক্ষম হলো বন বিভাগ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কাপ্তাই পাল্পউড বাগান বিভাগীয় কর্মকর্তা মো. নূরুল ইসলামের নেতৃত্বে বন কর্মকর্তা, কর্মচারীরা অভিযান চালিয়ে রাজভিলা রেঞ্জে অবৈধ দখলে থাকা ১০ একর জমির বনজ সম্পদ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জমি দখল মুক্ত করে।

পাল্পউড বাগান বিভাগীয় কর্মকর্তা মো.নূরুল ইসলাম জানান, বিগত আ'লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদ ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘ ১২ থেকে ১৩ বছর যাবত রাজভিলা রেঞ্জের ১০ একর জায়গা জবর দখল করে রাখে। জবর দখলকৃত জায়গায় বন বিভাগের গামার, গর্জন, আকাশ মনি, সুরুজ, বয়রা, মালাকানা (বিলুপ্ত প্রজাতি), হরিতকি, কদম, চাপালিশসহ ২২ প্রজাতির গাছ রয়েছে। যা বন বিভাগ ১৮-১৯ অর্থ বছরে সৃজন করে। এরশাদ মাহামুদ সেই জমি জবর দখল করে বসতি স্থাপন করে রাখে। আমরা আভিযান চালিয়ে বসতি উচ্ছেদ সহ বন বিভাগের জায়গা উদ্ধার করতে সক্ষম হয়েছি।

উচ্ছেদ অভিযানে বাঘমারা রেঞ্জ অফিসার মো.ফিরোজ আলম, সদর রেঞ্জ অফিসার মো.জাহিদুল ইসলাম, রাজস্থলী রেঞ্জ অফিসার তুহিনুল হকসহ বন বিভাগের অস্থায়ী ক্যাম্পের সকল কর্মচারী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়