রাঙামাটি । রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৩ ভাদ্র ১৪৩১

ব্রেকিং

বাঘাইছড়িতে নদীতে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজরাঙামাটিতে “শহীদি মার্চ” অনুষ্ঠিতহারানো ২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশপার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমাকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার সাড় ৩ ফুট খোলা হলো জলকপাটের গেইট১২৭ দিন পর কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরুচাহিদা মতো চাদাঁ না দেওয়ায় আঞ্চলিক দলের বাঁধার মুখে কাপ্তাইয়ে জেলেদের মাছ ধরা বন্ধ, সরকার রাজস্ব হারাচ্ছেকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার ২ ফুট খোলা হলো জলকপাটের গেইটনিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে কাপ্তাই হ্রদে মাছ আহরণে নামছেন জেলেরাকাপ্তাই হ্রদে ডুবে যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধারকাপ্তাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতি ৫০ কোটি টাকালংগদুতে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাঙামাটি পৌর এলাকা ও নানিয়ারচরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ডুবে আছে সড়ক-ঘরবাড়িরাঙামাটিতে সেনা রিজিয়নের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা প্রদানরাঙামাটিতে বৈষম্য ও সন্ত্রাস বিরোধী মহাসমাবেশ ছাত্র পরিষদেরপানির প্রবল চাপ সামলাতে এবার ২ ফুট খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:৫৪, ১১ জুলাই ২০২৪

আপডেট: ১৫:৫৭, ১১ জুলাই ২০২৪

অসামাজিক কাজে জড়িত থাকায় কাপ্তাইয়ের ওয়াগ্গা ছাত্রলীগ সভাপতি বহিষ্কার

অসামাজিক কাজে জড়িত থাকায় কাপ্তাইয়ের ওয়াগ্গা ছাত্রলীগ সভাপতি বহিষ্কার
​​​​​​​কাপ্তাই উপজেলা ছাত্রলীগ প্রেস বিজ্ঞপ্তি এবং অপহরণে অভিযুক্ত ছাত্রলীগ নেতা।

দুই সন্তানের জননীকে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাপ্তাই উপজেলাধীন ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ জুবাইদ হোসেন জাবেদকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম সুমন ও সাধারণৈ সম্পাদক মোঃ নিজাম উদ্দীন ফরহাদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কাপ্তাই উপজেলা শাখার এক জরুরি সিন্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি এবং অসামাজিক কার্যকালাপে জড়িত থাকার অভিযোগে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ জুবাইদ হোসেন জাবেদকে তার দায়িত্বরত সকল প্রকার কার্যক্রম হতে অব্যাহতি প্রদান করা হইলো এবং তার বিরুদ্ধে আনিত অভিযোগের সুষ্ঠু তদন্তের পরিপ্রেক্ষিতে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো।

এদিকে, এ বিষয়ে জানতে চাইলে কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ রফিকুল ইসলাম সুমন জানায়, বিভিন্ন সংবাদের মাধ্যমে আমরা তার কার্যকলাপ সম্পর্কে অবগত হওয়ার পর দ্রুত উর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করি। এবং এক জরুরি বৈঠকের মাধ্যমে কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সংগঠন থেকে মোঃ জুবাইদ হোসেন জাবেদের বিরুদ্ধে অব্যাহতি এবং সুষ্ঠু তদন্তের পরিপ্রেক্ষিতে বহিষ্কারের সিন্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, কাপ্তাই উপজেলাধীন ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ জুবাইদ হোসেন জাবেদ (২৫) এর বিরুদ্ধে দুই সন্তানের এক জননীকে অপহরণের অভিযোগ পাওয়া যায়। এঘটনায় ওই অপহৃত মহিলার স্বামী সৌদি প্রবাসী মিজানুর রহমান রাঙ্গুনিয়া থানায় গত ৮ জুলাই বাদী হয়ে অভিযুক্ত জাবেদ সহ অজ্ঞাত নামা দুয়েক জনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেন। বর্তমানে রাঙ্গুনিয়া থানা পুলিশ অপহৃত ভিকটিম এবং অভিযুক্ত জাবেদকে গ্রেফতারে হন্যে হয়ে খুঁজছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়