রাঙামাটি । শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ , ১৪ অগ্রাহায়ণ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১২:০৯, ২ আগস্ট ২০২৪

জামায়াত-শিবির নিষিদ্ধ, স্বাগত জানালো ছাত্র সংগ্রাম পরিষদ

জামায়াত-শিবির নিষিদ্ধ, স্বাগত জানালো ছাত্র সংগ্রাম পরিষদ

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে সরকারের জারি করা প্রজ্ঞাপনকে স্বাগত জানিয়েছে ছাত্র সংগ্রাম পরিষদ। পরিষদের সংগঠনগুলো হলো- বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্রলীগ (জাসদ), বাংলাদেশ ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র আন্দোলন, জাতীয় ছাত্র ঐক্য।

বৃহস্পতিবার ছাত্রলীগের দফতর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্র সংগ্রাম পরিষদের ৫টি সংগঠনের নেতৃবৃন্দের সভা অনুষ্ঠিত হয়।

সভা থেকে যৌথ বিবৃতিতে ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা বলেন, জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে সরকার প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করায় বাংলাদেশের ছাত্রসমাজ স্বাগত জানাচ্ছে।

একই সঙ্গে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক পর্যায়ে যুক্ত ব্যক্তিদেরও সন্ত্রাসী হিসেবে তালিকা প্রকাশ এবং জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিয়ন্ত্রিত সব ব্যবসা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, কোচিং সেন্টারসহ মৌলবাদী-সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত সব প্রতিষ্ঠান রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার জোর দাবি জানান তারা।

যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি  সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ছাত্রলীগের (জাসদ) সভাপতি রাশিদুল হক ননী, সাধারণ সম্পাদক মাসুদ আহাম্মেদ, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি অতুলন দাস আলো, সাধারণ সম্পাদক অদিতি আদ্রিতা সৃষ্টি, বাংলাদেশ ছাত্র আন্দোলনের আহ্বায়ক রবিন হোসেন জয়, জাতীয় ছাত্র ঐক্যের আহ্বায়ক শাহিনুর রহমান।

এর আগে, ৩০ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ১৪ দলের সভায় চিহ্নিত সন্ত্রাসবাদী সংগঠন ও যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার সিদ্ধান্ত করা হয়।

২০১৩ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বখ্যাত নিরাপত্তা বিষয়ক থিঙ্ক ট্যাংক আই এইচ এস জেনস বিশ্বের তৃতীয় শীর্ষ সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবিরের নাম তালিকাভুক্ত করে।

জনপ্রিয়