শেখ হাসিনার বিচারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
শেখ হাসিনার বিচারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
বুধবার সকালে রাঙামাটি জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন নবীর সভাপতিত্বে বনরুপা সিএনজি স্টেশনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবদলের উপজাতি বিষয়ক সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম।
এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, শহর যুবদলের আহবায়ক সিরাজুল মোস্তফা।
সভায় বক্তারা বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনার মধ্য দিয়ে দেশপ্রেমিক চৌকষ সেনা কর্মকর্তাদের বর্বরোচিত হত্যা, হেফাজতের সমাবেশে নিষ্ঠুরতম গণহত্যা, সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে নির্মমভাবে হত্যা, ইলিয়াস আলীসহ বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী-সাধারণ মানুষকে গুম-খুন-হত্যা-নির্যাতন-নিপীড়ন এবং সবশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে শত শত প্রাণ কেড়ে নেওয়ার ঘটনায় সরাসরি নির্দেশদাতা শেখ হাসিনার বিচার করতে হবে। একইসাথে রাঙামাটিতে ১৫ আগস্ট পালন করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
এর আগে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে বনরুপা সিএনজি স্টেশনে গিয়ে শেষ হয়।