রাঙামাটি । শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ , ১৪ অগ্রাহায়ণ ১৪৩১

ধর্ম ডেস্ক-

প্রকাশিত: ১৫:৪৮, ১০ আগস্ট ২০২৪

গুনাহ মাফের ৩ তাসবিহ

গুনাহ মাফের ৩ তাসবিহ

গুনাহ বা পাপ ইসলামি শরিয়তে একটি গুরুত্বপূর্ণ শব্দ। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার নির্দেশের পরিপন্থী হয় এমন সব কাজকেই মুসলিমরা গুনাহ হিসেবে বিবেচনা করে এবং ধর্মীয় আইন লঙ্ঘন করাকে অধার্মিকতা হিসেবে বিবেচনা করা হয়।

রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কোনো আদেশ না মানা ও কোনো নিষেধ থেকে নিজেকে বিরত না রাখাই মূলত গুনাহ। কেয়ামতের দিন আল্লাহ প্রতিটি মানুষের ভালো ও মন্দ কাজগুলোকে পরিমাপ করবেন এবং মন্দ কাজের জন্য তাদেরকে শাস্তি প্রদান করবেন। আর গুনাহ থেকে মহান আল্লাহ ক্ষমা বা মাফ না করলে ঐ ব্যক্তি পরকালে জাহান্নাম এর আগুনে দগ্ধ হবে।

পরকালে জাহান্নাম থেকে বাঁচতে যে ব্যক্তি প্রত্যেক (ফরজ) নামাজের পর- ৩৩ বার সুবহান’আল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহু আকবার এবং একশত পূর্ণ করতে; লা ইলা হা ইল্লাল্লাহু অহদাহু লা শারিকালাহু লাহুল মূলক অলাহুল হামদ অহুয়া আলা কুল্লি শায়ইন ক্বাদির, পড়বে তার গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার সমান হয়। (রিয়াদুস সলেহিন: ১৪২৭)

জনপ্রিয়