গত ১১ দিনের অব্যবহৃত মোবাইল ডাটা কি ফেরত পাবেন?
এগারো দিন পর আজ রোববার বিকেল ৩টা থেকে সারা দেশে ফের মোবাইল ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। তবে এরই মধ্যে অনেকেরই ডাটা অব্যবহৃত অবস্থায় মেয়াদ শেষ হয়ে গেছে। এমন অবস্থায় সেসব ইন্টারনেট ডাটা আর ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। তবে, সকল অপারেটরের মোবাইল ইন্টারনেট গ্রাহকরা ৩ দিনের জন্য ৫ জিবি বোনাস পাবেন।
এদিকে দেশের মোবাইল অপারেটরগুলো এসএমএসের মাধ্যমে মোবাইল ইন্টারনেট চালুর বিষয়টি গ্রাহকদের অবগত করছেন। এমনকি ৫ জিবি ইন্টারনেট বোনাসের কথাও জানাচ্ছেন।
বাংলালিংক লিখেছে-
আপনার বাংলালিংক 4G ইন্টারনেট চালু আছে। একই সাথে আজকের মধ্যে আপনি পাচ্ছেন ৫জিবি ফ্রি!
এদিকে বেসরকারি মোবাইল অপারেটর রবির এক কর্মকর্তা জানিয়েছেন, গত ১১ দিনে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ থাকার ফলে যাদের ইন্টারনেটের মেয়াদ শেষ হয়ে গেছে, সেগুলো ফেরত দেওয়া হবে না। তবে সবাইকে ৫ জিবি করে ইন্টারনেট দেওয়ার নির্দেশনা রয়েছে। রোববারের মধ্যেই সব গ্রাহক ইন্টারনেট পাবেন।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়। পাঁচ দিন পর গত মঙ্গলবার (২৩ জুলাই) রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রফতানিমুখী খাতে অগ্রাধিকার ভিত্তিতে এ সেবা চালু করা হয়।