রাঙামাটি । রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৩ ভাদ্র ১৪৩১

ব্রেকিং

বাঘাইছড়িতে নদীতে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজরাঙামাটিতে “শহীদি মার্চ” অনুষ্ঠিতহারানো ২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশপার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমাকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার সাড় ৩ ফুট খোলা হলো জলকপাটের গেইট১২৭ দিন পর কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরুচাহিদা মতো চাদাঁ না দেওয়ায় আঞ্চলিক দলের বাঁধার মুখে কাপ্তাইয়ে জেলেদের মাছ ধরা বন্ধ, সরকার রাজস্ব হারাচ্ছেকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার ২ ফুট খোলা হলো জলকপাটের গেইটনিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে কাপ্তাই হ্রদে মাছ আহরণে নামছেন জেলেরাকাপ্তাই হ্রদে ডুবে যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধারকাপ্তাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতি ৫০ কোটি টাকালংগদুতে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাঙামাটি পৌর এলাকা ও নানিয়ারচরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ডুবে আছে সড়ক-ঘরবাড়িরাঙামাটিতে সেনা রিজিয়নের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা প্রদানরাঙামাটিতে বৈষম্য ও সন্ত্রাস বিরোধী মহাসমাবেশ ছাত্র পরিষদেরপানির প্রবল চাপ সামলাতে এবার ২ ফুট খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট

খেলা ডেস্কঃ-

প্রকাশিত: ১৩:১০, ১৮ সেপ্টেম্বর ২০২৩

ম্যাচসেরা পুরস্কারের সব টাকা মাঠকর্মীদের দিলেন সিরাজ

ম্যাচসেরা পুরস্কারের সব টাকা মাঠকর্মীদের দিলেন সিরাজ
ছবি: সংগৃহীত

এবারের এশিয়া কাপে পুরো টুর্নামেন্ট জুড়ে ছিল বৃষ্টির আনাগোনা। এমনকি ভারত-পাকিস্তানের মধ্যকার সুপার ফোর পর্বের একটি ম্যাচ গড়ায় রিজার্ভ ডে-তে। তবে মাঠকর্মীদের অক্লান্ত পরিশ্রমে সেই ম্যাচটি ভালোভাবেই শেষ হয়।

মাঠকে খেলার উপযুক্ত রাখতে টুর্নামেন্টে লংকান মাঠকর্মীদের প্রচেষ্টা ছিল চোখে পড়ার মতো। সেই কাজের স্বীকৃতিও পেলেন তারা। ক্রিকইনফো জানিয়েছে, গত (রোববার) ফাইনাল শেষে শ্রীলংকার মাঠকর্মীদের ৫০ হাজার ইউএস ডলার পুরস্কার দেওয়া হয়েছে।

বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ অর্ধকোটি টাকারও বেশি (৫৪ লাখ ৭৮ হাজার টাকা প্রায়)। এদিকে ফাইনালে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মোহাম্মদ সিরাজ। আর্থিক পুরস্কার হিসেবে পেয়েছেন ৫ হাজার ডলার বা সাড়ে পাঁচ লাখ টাকার মতো।

পুরস্কার বিতরণী মঞ্চে উঠেই ভারতীয় এই পেসার ঘোষণা দেন, তার পুরস্কারের অর্থ পুরোটাই তিনি মাঠকর্মীদের উপহার দিতে চান।

প্রসঙ্গত, এবারের এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। তবে ভারত সেখানে যেতে রাজি না হওয়ায় শ্রীলংকায় বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হয়। শ্রীলংকার মাটিতে ৯টি ম্যাচের মাত্র একটি ম্যাচই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সেটি ছিল গ্রুপপর্বে ভারত-পাকিস্তানের লড়াই।

এরপর বেশ কয়েকটি ম্যাচে বৃষ্টি হানা দিলেও ভেজা আউটফিল্ড শুকাতে মাঠকর্মীদের দুর্দান্ত প্রচেষ্টায় খেলার ফল বের করা গেছে।

জনপ্রিয়