রাঙামাটি । রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৩ ভাদ্র ১৪৩১

ব্রেকিং

বাঘাইছড়িতে নদীতে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজরাঙামাটিতে “শহীদি মার্চ” অনুষ্ঠিতহারানো ২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশপার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমাকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার সাড় ৩ ফুট খোলা হলো জলকপাটের গেইট১২৭ দিন পর কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরুচাহিদা মতো চাদাঁ না দেওয়ায় আঞ্চলিক দলের বাঁধার মুখে কাপ্তাইয়ে জেলেদের মাছ ধরা বন্ধ, সরকার রাজস্ব হারাচ্ছেকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার ২ ফুট খোলা হলো জলকপাটের গেইটনিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে কাপ্তাই হ্রদে মাছ আহরণে নামছেন জেলেরাকাপ্তাই হ্রদে ডুবে যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধারকাপ্তাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতি ৫০ কোটি টাকালংগদুতে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাঙামাটি পৌর এলাকা ও নানিয়ারচরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ডুবে আছে সড়ক-ঘরবাড়িরাঙামাটিতে সেনা রিজিয়নের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা প্রদানরাঙামাটিতে বৈষম্য ও সন্ত্রাস বিরোধী মহাসমাবেশ ছাত্র পরিষদেরপানির প্রবল চাপ সামলাতে এবার ২ ফুট খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট

খেলা ডেস্ক-

প্রকাশিত: ০৯:২২, ১০ জুলাই ২০২৪

ফ্রান্সকে হারিয়ে ইউরোর ফাইনালে স্পেন

ফ্রান্সকে হারিয়ে ইউরোর ফাইনালে স্পেন
সংগৃহীত ছবি

লামিনে ইয়ামাল। মাত্র ১৬ বছর বয়স্ক এক পুঁচকে। যাকে নিয়ে খুব একটা ভাবতে হবে না বলে ম্যাচের আগেরদিন মন্তব্য করেছিলেন ফরাসি ডিফেন্ডার আদ্রিয়ান রাবিওট। আর তার সামনে দিয়েই এবারের ইউরোর সবচেয়ে দর্শনীয় গোলগুলোর একটি করলেন লামিনে। দলকে নিয়ে গেলেন ফাইনালে।

চলমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়েছে স্পেন। স্পেনের হয়ে একটি করে গোল করেন লামিনে ইয়ামাল ও ডানি ওলমো। ফ্রান্সের একমাত্র গোলদাতা কোলো মুয়ানি।

জার্মানির মিউনিখে হাই ভোল্টেজ ম্যাচে গোলের জন্য ছয়টি শট নিয়েছে স্পেন, যেখানে লক্ষ্যে ছিল দুটি। অন্যদিকে আটটি শট নেয়া ফ্রান্স তিনটি লক্ষ্যে রাখতে পারে। বল দখলের লড়াইয়ে ৫৯ শতাংশ এগিয়ে স্পেন, ফ্রান্সের কাছে ছিল ৪১ শতাংশ সময়।

আজ ম্যাচের একদম শুরু থেকেই আক্রমণ আর প্রতি আক্রমণে ব্যস্ত হয়ে পড়ে দুই দল। এরই মাঝে নবম মিনিটে এমবাপ্পের অ্যাসিস্টে হেড থেকে লক্ষ্যভেদ করে ফ্রান্সকে এগিয়ে দেন কোলো মুয়ানি। যা চলতি আসরে ওপেন প্লে থেকে দলটির প্রথম গোল।

ফ্রান্সের এই স্বস্তি টিকে ছিল মাত্র ১২ মিনিট। ম্যাচের ২১ মিনিটে আসরের অন্যতম সেরা এক গোল উপহার দেন লামিনে ইয়ামাল। মাত্র ১৬ বছর বয়সে গোল করেন এই স্প্যানিশ উইঙ্গার। হয়ে যান ইউরোর ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা।

ইয়ামালের গোলের রেশ না কাটতেই ২৫ মিনিটের মাথায় এগিয়ে যায় স্পেন। এবার ডানি ওলমোর শট ক্লিয়ার করতে গিয়ে উল্টো বল নিজেদের জালে জড়ান ফরাসি ডিফেন্ডার জুলস কুন্দে। তবে অন টার্গেট থাকায় গোলদাতার স্বীকৃতি পান ওলমো।

প্রথমার্ধের বাকি সময়ে আর গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধে দুই দলই সুযোগ মিসের মহড়া সাজায়। বেশ কিছু আক্রমণ সাজালেও ডি বক্সের কাছে গিয়ে খেই হারিয়ে ফেলেন দুই দলের ফুটবলাররা।

রেফারি শেষ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে আনন্দে মেতে ওঠে স্পেনের ডাগআউট। অন্যদিকে হতাশায় মুষড়ে পড়ে ফরাসিরা। আগামী ১৪ জুলাই দিবাগত রাতে ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস ম্যাচের মধ্যকার বিজয়ী দলের মুখোমুখি হবে তারা।

জনপ্রিয়