রাঙামাটি । রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৩ ভাদ্র ১৪৩১

ব্রেকিং

বাঘাইছড়িতে নদীতে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজরাঙামাটিতে “শহীদি মার্চ” অনুষ্ঠিতহারানো ২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশপার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমাকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার সাড় ৩ ফুট খোলা হলো জলকপাটের গেইট১২৭ দিন পর কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরুচাহিদা মতো চাদাঁ না দেওয়ায় আঞ্চলিক দলের বাঁধার মুখে কাপ্তাইয়ে জেলেদের মাছ ধরা বন্ধ, সরকার রাজস্ব হারাচ্ছেকাপ্তাই হ্রদে পানি আরও বৃদ্ধি, এবার ২ ফুট খোলা হলো জলকপাটের গেইটনিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে কাপ্তাই হ্রদে মাছ আহরণে নামছেন জেলেরাকাপ্তাই হ্রদে ডুবে যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধারকাপ্তাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতি ৫০ কোটি টাকালংগদুতে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাঙামাটি পৌর এলাকা ও নানিয়ারচরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ডুবে আছে সড়ক-ঘরবাড়িরাঙামাটিতে সেনা রিজিয়নের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা প্রদানরাঙামাটিতে বৈষম্য ও সন্ত্রাস বিরোধী মহাসমাবেশ ছাত্র পরিষদেরপানির প্রবল চাপ সামলাতে এবার ২ ফুট খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট

খেলা ডেস্ক-

প্রকাশিত: ১০:৫৬, ১২ জুলাই ২০২৪

কোপা আমেরিকা - ২০২৪

কলম্বিয়া-আর্জেন্টিনার ফাইনালে ব্রাজিলের ৫ রেফারি

কলম্বিয়া-আর্জেন্টিনার ফাইনালে ব্রাজিলের ৫ রেফারি
সংগৃহীত ছবি

কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আলবিসেলেস্তেরা। অন্যদিকে দীর্ঘ ২৩ বছর পর কোপার ফাইনালে উঠেছে কলম্বিয়া। ম্যাচটি যে জমজমাট হতে যাচ্ছে, তা অনুমেয়।

বিশ্বের সবচেয়ে প্রাচীণ এই টুর্নামেন্টে উরুগুয়ের সঙ্গে যৌথভাবে ১৫ শিরোপা নিয়ে কোপার সবচেয়ে সফল দলের তালীকায় শীর্ষে আর্জেন্টিনা। তবে এবার ১৬তম শিরোপা জয়ের মাধ্যমে টুর্নামেন্টের এককভাবে সর্বোচ্চ শিরোপার মালিক হতে প্রস্তুত আলবিসেলেস্তেরা। এর জন্য তাদের হারাতে হবে দ্বিতীয় শিরোপার দৌঁড়ে থাকা কলম্বিয়াকে।

সোমবার ফ্লোরিডার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ৪৮তম আসরের ফাইনালে মুখোমুখি হবে দুদল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।

হাইভোল্টেজ এই ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন ব্রাজিলের রাফায়েল ক্লাউস। তার সঙ্গে থাকছেন আরো চার ব্রাজিলিয়ান।

বৃহস্পতিবার (১১ জুলাই) দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল জানিয়েছে, ক্লাউসের সহকারীর দায়িত্ব পাওয়া দুজন রেফারিও ব্রাজিলিয়ান-ব্রুনো পিরেস ও রদ্রিগো কোরেয়া।

তবে চতুর্থ ও পঞ্চম রেফারির দায়িত্ব পেয়েছেন যথাক্রমে প্যারাগুয়ের হুয়ান বেনিতেজ ও এদুয়ার্দো কারদোজা। কিন্তু ম্যাচে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির দায়িত্ব পালন করবেন ব্রাজিলের রডোলফো টস্কি। সহকারী ভিএআর রেফারির দায়িত্ব পেয়েছেন ব্রাজিলেরই দানিলো মানিস।

এদিকে ক্লাউসের অধীনে কলম্বিয়া আর্জেন্টিনার বিপক্ষে খেলেছে ২০২২ সালের ১ ফেব্রুয়ারি। সেটি ছিল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। আর্জেন্টিনার কাছে ১-০ গোলে সেই হারের পর টানা ২৮ ম্যাচ অপরাজিত কলম্বিয়া। অর্থাৎ কলম্বিয়ার সর্বশেষ হারের ম্যাচে রেফারি ছিলেন ক্লাউস।

কলম্বিয়ার বিপক্ষে সেই ম্যাচ ছাড়াও আর্জেন্টিনার আরো তিনটি ম্যাচ পরিচালনা করেছেন ক্লাউস। ২০২০ সালে প্যারাগুয়ের সঙ্গে আর্জেন্টিনার গোলশূন্য ড্র এবং ২০২১ সালের অক্টোবরে একই প্রতিপক্ষের বিপক্ষে আর্জেন্টিনার ১-০ গোলে জয়ের ম্যাচে রেফারি ছিলেন ক্লাউস।

জনপ্রিয়